• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুচ্ছের 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত

  শাবি প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২১, ০৯:১১
গুচ্ছ ভর্তি পরীক্ষা
গত ২৪ অক্টোবর গুচ্ছের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় (ফাইল ছবি)

গুচ্ছ পদ্ধতিতে আয়োজিত দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ১ম সেমিস্টারের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার (২০২০-২১) ফল প্রকাশিত হয়েছে।

গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ফল প্রকাশিত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবি উপাচার্য বলেন, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার ১০০ নম্বরের ভিতর ৯৩.৭৫ পেয়ে এক শিক্ষার্থী ১ম হয়েছেন। এছাড়া সর্বনিম্ন স্কোর হিসেবে মাইনাস ৭ পেয়েছেন এক শিক্ষার্থী।

এ দিকে, দুটি উত্তরপত্র বাতিল হয়েছে এবং টেকনিক্যাল সমস্যার কারণে ৩ জনের ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান তিনি৷

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সারাদেশে ২২টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে ৩ হাজার আসনের বিপরীতে আবেদন করেন ৬৭ হাজার ১১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

আগামী ১ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২২টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রাপ্ত স্কোর পাওয়ার পর গুচ্ছ ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের প্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড