• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  শাবি প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২১, ১০:৪৩
শাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূল ফটক (ফাইল ছবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য 'ক্যারিয়ার প্ল্যানিং ফর বিজনেস গ্র্যাজুয়েটস' শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাতে অনলাইন প্লাটফর্ম জুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

অধ্যাপক ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার পছন্দ ও উন্নয়ন সংক্রান্ত নানা চ্যালেঞ্জ এবং সেগুলো থেকে উত্তরণের ব্যাপারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া এবং বেঙ্গল এয়ার লিফট কোম্পানির নির্বাহী পরিচালক জনাব বাহা উদ্দিন মিয়া। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার।

বক্তারা বর্তমান ও ভবিষ্যত গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, পছন্দের পেশায় যাওয়া কোনোকালেই সহজ ব্যাপার ছিল না। আগে প্রতিযোগীর সংখ্যা যেমন কম ছিল, কাজের সুযোগও সীমিত ছিল। কিন্তু বর্তমানে গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্র বিশ্বময় ছড়িয়ে পড়েছে। তাই তাদের প্রধান দায়িত্ব হলো নিজেকে যথেষ্ট যোগ্য ও দক্ষরূপে গড়ে তোলা।

শুধু নির্ধারিত পাঠ্য বই আর পরীক্ষার সিলেবাস কাভার করে পড়ালেখা করলেই তীব্র প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া যাবে না বরং সংশ্লিষ্ট বিষয়গুলোতে কোর্স করতে হবে, সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে, স্বেচ্ছাসেবামূলক নানা কাজে অংশ নিতে হবে। ছাত্রজীবনেই বাস্তবসম্মত বিভিন্ন কাজের অংশ হয়ে টিমওয়ার্ক শিখতে হবে। সেগুলো করতে পারলে শুধু দেশের অভ্যন্তরে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের ব্যাপক সুযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুধু দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নয়। তার প্রমাণ হলো দেশের বেসরকারি বড় খাতগুলোতে বিপুল পরিমাণ বিদেশী কর্মী কাজ করছে। তারা টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করায় আমাদের গ্র্যাজুয়েটদের পেছনে ফেলে কর্মক্ষেত্রে সফল হতে পারছে। তাই আমাদের শিক্ষার্থীদের শুধু সিজিপিএ নির্ভর পড়ালেখা করলে চলবে না। বরং সহপাঠ্য ক্রমিক নানা কাজে যুক্ত হতে হবে, নানা কোর্স করতে হবে এবং নিজের অভিজ্ঞতার ভাড় সমৃদ্ধ করতে হবে।

আরও পড়ুন : নোবিপ্রবিতে করোনা টিকা কেন্দ্রে টিকা পাবে শিক্ষার্থীরা

বিজনেস গ্র্যাজুয়েটদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হবার ব্যাপারে আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. খায়রুল ইসলাম। পাশাপাশি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেমিনারকে প্রাণবন্ত করায় তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সেমিনারে প্রায় তিন শতাধিক শিক্ষক, গবেষক, ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড