• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্ধ্যায় প্রকাশ হতে পারে গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল

  ক্যাম্পাস ডেস্ক

২০ অক্টোবর ২০২১, ১৭:০৮
গুচ্ছ ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষার্থী (ছবি : দৈনিক অধিকার)

শেষ পর্যায়ে রয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ। অল্প সময়ের মধ্যে এ ফল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ও এমআর শিট দেখার কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি আছে তা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে। আশা করছি সন্ধ্যার পর ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করতে পারবো।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকছে না। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। পাশাপাশি জাতীয় পত্রিকাতেও প্রকাশ করা হবে ভর্তির বিজ্ঞপ্তি। সেই আলোকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

উল্লেখ্য, ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তের ২৬টি বিশ্ববিদ্যালয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড