• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

  শাবি প্রতিনিধি

২০ অক্টোবর ২০২১, ১১:০০
শাবি
মশাল মিছিলে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লা, নোয়াখালী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ওপর হামলা,পূজা মণ্ডপ ভাঙচুর-অগ্নিকাণ্ড ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা। মিছিলটি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় মিছিলে 'সারাদেশে আগুন জ্বলে প্রশাসন কী করে?', 'সন্ত্রাসবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, 'মৌলবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'মৌলবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'ধর্মের নামে অজ্ঞতা বন্ধ কর, করতে হবে', 'জানমালের নিরাপত্তা দিয়ে দাও, দিতে হবে', 'সোনার দেশের সোনার ছেলে, সহিংসতা কোথায় পেলে?', 'সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ কর, করতে হবে', 'সাম্প্রদায়িক বিভেদ ভুলো, সমাধানের আওয়াজ তোল' ইত্যাদি শ্লোগান দিয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড