• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবির মূল ফটকের সামনে বেপোরোয়া যানবাহন নিয়ন্ত্রণের দাবি

  জবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২১, ১৬:২২
জবি
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় (ছবি : দৈনিক অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনে দিয়ে চলাচলরত ফিটনেসবিহীন বাহাদুর শাহসহ অন্যান্য বেপোরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের সামনে চলাচলরত বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহনের বেপোরোয়া চলাচল রোধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে উপস্থিত ১১তম ব্যাচের শিক্ষার্থী শেখ রিফাত আব্দুল্লাহ বলেন, বাহাদুর শাহ পরিবহন আমাদের বিশ্ববিদ্যালয়ের ফটক দখল করে তাদের স্ট্যান্ড বানিয়েছে, তাদের বেপোরোয়া চলাচলে অনেকসময় আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হলেও তারা কোনো প্রকার কর্ণপাত করে না।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা লালবাগ জোনের ট্রাফিকের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, চিঠি দিয়েছি। আমরা চেষ্টা করছি এসব গাড়ি যেন রায় সাহেব বাজার মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া যায়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড