• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জবিসাকে'র মানববন্ধন

  জবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২১, ১৪:২১
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয় (ছবি : দৈনিক অধিকার)

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশিদ খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মোস্তফা কামাল, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোবারক ও সংগঠনের সভাপতি মো. ফাইয়াজ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। দেশের অপশক্তি দমনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জবিসাকে। মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো আপোষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সাংস্কৃতিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড