• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন

  জাককানইবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২১, ১৮:০৬
জাককানইবি
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিমা ভাংচুর এবং ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে সম্প্রীতির পক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল তোকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আসিফ ইকবাল আরিফ, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সভাপতি আল জাবির, চারুকলা বিভাগের শিক্ষক দ্রাবিড় সৈকত প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলায় যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানানো হয়।

এছাড়া আগামীকাল মানববন্ধন ও কালো কাপড় বেঁধে মৌন মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয় আজকের মানববন্ধন থেকে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড