• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নানা আয়োজনে ইবিতে শেখ রাসেল দিবস পালিত

  ইবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২১, ১৬:৩০
ইবি
শেখ রাসেল হলের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয় (ছবি : দৈনিক অধিকার)

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল দিবস-২০২১ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এরপর শেখ রাসেল হলে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ সময় শেখ রাসেল স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শেখ রাসেল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ইবি ছাত্রলীগ, বাংলা বিভাগ, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ ও ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজ।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন ও রেজিস্ট্রার মু.আতাউর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

পরে শেখ রাসেল হলের হল রুমে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের শিক্ষক তপন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

তিনি বলেন, কোমলমতি শিশু শেখ রাসেল ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী বিকাশমান একটি ফুল, দুর্বৃত্তরা সেই ফুলকে পরিপূর্ণ বিকশিত হবার আগেই ছিড়ে ফেলে। এই পরিবারের প্রতিটি মানুষের রক্তের মূল্য আমাদের শোধ করতে হবে বর্তমান ও আগামী প্রজন্মকে না হলে আমরা জাতি হিসাবে ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে থাকবো।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এ ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

আলোচনা শেষে শেখ রাসেলের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ও ইবি ল্যাব স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এছাড়া শেখ রাসেল দিবসে সপ্তাহব্যাপি আয়োজিত ৮টি হলের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে শেখ রাসেল হল ও খালেদা জিয়া হল অংশগ্রহণ করবে। বিকালে শেখ রাসেল হলের হল রুমে অনুষ্ঠিত হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড