• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২১, ১৬:৫৮
বশেমুরবিপ্রবি
ভর্তি পরীক্ষার্থী (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুষ্ঠুভাবে স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ শিক্ষার্বষের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে "ক" বিভাগের পরীক্ষায় ৬ হাজার ৯১২জন পরীক্ষার্থী মধ্যে ৫ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম এবং বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনগুলোর সামনে হাত ধোয়ার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবস্থা করা হয়।

এ দিকে, পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫১২ নং রুমের দীন ইসলাম নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন একজন ছাত্রের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া পরীক্ষা সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে। করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম কাজ করেছে।

উল্লেখ্য, রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় "ক" ইউনিটের পরীক্ষায় মধ্য দিয়ে দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড