• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবির কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  ইবি প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২১, ১৪:৫২
ইবি
হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রে পরীক্ষার সিট ছিল ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থীর।

রবিবার (১৭ অক্টোবর) বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ৩১ হাজার ৯০১ জন। এর মধ্যে ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থীর সিট পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত ৭টি ভবনের ১১৪টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে এক সূত্রে জানা গেছে।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, এ ইউনিটের সমন্বয়কারী, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড