• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবির কেন্দ্রে অংশ নেবে সাত হাজার পরীক্ষার্থী

  ইবি প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৯
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় মূল ফটক (ফাইল ছবি)

এ বছর গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এবার আমাদের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে সাত হাজার ৮৪জন পরীক্ষার্থী। আমরা ইতোমধ্যে পরীক্ষার বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ করা, বাকি দায়িত্ব গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে পালন করবে।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা থাকবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান বলেন, সকল পর্যায়ে সবার সহযোগিতায় ভর্তি পরীক্ষা চমৎকারভাবে অনুষ্ঠিত হবে। এজন্য আমরা কাজ করছি যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন পরীক্ষায় প্রায় ১ লাখ ৩২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘A' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড