• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে টিকা পাচ্ছেন সাত কলেজ শিক্ষার্থীরা

  ঢাকা কলেজ প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২১, ০৯:৫১
সাত কলেজ
টিকা গ্রহণ করছেন শিক্ষার্থী (ফাইল ছবি)

অবশেষে টিকা পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিকা দানের জন্য আলাদা টিকা কেন্দ্র খোলা হচ্ছে। অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের আবেদনের প্রেক্ষিতে আলাদা টিকা কেন্দ্র করতে ঢাকা জেলা সিভিল সার্জনকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, গত ৭ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনার জন্য সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিন ও লজিস্টিক তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিতভাবে বরাদ্দ দেয়ার জন্য ঢাকা জেলা সিভিল সার্জনকে অনুরোধ করা হয়৷

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাত কলেজের ২ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থীর টিকা কার্যক্রমের আওতায় আনতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজে টিকা কেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকে চিঠি দেন ৷ ঐ চিঠির প্রেক্ষিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও আমি চিঠি পায়নি৷ আগামীকাল এই বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলবো যাতে দ্রুত টিকা কার্যক্রম শুরু করা যায়৷

তবে দ্রুতই টিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান ঢাকা জেলার সিভিল সার্জন ডা: আবু হোসেন মো. মঈনুল আহসান। তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি৷ সাত কলেজের তো অনেক শিক্ষার্থী, আমরা বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারবো ৷ সাত কলেজে আলাদা কেন্দ্র করার জনবল নেই তাই নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীদের টিকা নিতে হবে ৷ আর এই কেন্দ্র থেকে শুধু সাত কলেজের শিক্ষার্থীরাই টিকা নিবে৷

সিভিল সার্জন আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার ব্যবস্থা করতে কাজ চলছে৷ আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড