• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির ১৭ শিক্ষক

  ইবি প্রতিনিধি

১২ অক্টোবর ২০২১, ১৪:২৯
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় মূল ফটক (ফাইল ছবি)

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছরে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৭ জন শিক্ষক।

গত রবিবার (১০ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, সারাবিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। তার মধ্যে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকের নাম রয়েছে।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এ তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছেন আতিকুর রহমান, এস এম মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, মো. আবুহেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজজামান খান, এম ডি রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মো. মনিরুজ্জামান, কে এম এ সুবহান, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, আহসানুল হক ও এম মনজুরুল হক।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড