• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবির ‘সি’ ইউনিটের ফল আজ

  ক্যাম্পাস ডেস্ক

১০ অক্টোবর ২০২১, ১২:৩১
রাবি
পরীক্ষায় পাশ ও ফেল করা উভয় শিক্ষার্থীরাই ফল দেখতে পাবেন (ফাইল ছবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (১০ অক্টোবর)। জানা যায়, বেলা ১টা থেকে ২টার মধ্যে রাবি’র ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ওয়েবসাইটে ফল আপলোডের প্রক্রিয়া। দুপুর ১টা থেকে ২টার ভেতর যেকোনো সময় শিক্ষার্থীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।

এবার পরীক্ষায় পাশ ও ফেল করা উভয় শিক্ষার্থীরাই ফল দেখতে পাবেন। যারা পাশ নম্বর (৪০ শতাংশ) পাবেন, কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেওয়া হবে। এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৭৪১জন। যা মোট শিক্ষার্থীর ২৪.৩৩ শতাংশ।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড