• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অক্টোবরের শেষে কুবি খোলার সুপারিশ

  আহমেদ ইউসুফ, কুবি প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২১, ২০:১০
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

অক্টোবরের শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবং হলসমূহ খোলার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাউন্সিলের এক সভায় এ সুপারিশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মোঃ আবু তাহের।

তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ) আগামী ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর ক্লাস শুরু করার বিষয়ে সুপারিশ করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়।

তবে আগামী ১ নভেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২৮ অক্টোবর ক্লাস শুরু করা না গেলে ২ নভেম্বর থেকে শুরু করার প্রস্তাব দিয়েছে কাউন্সিল।

হল খোলার ব্যাপারে রেজিস্ট্রার বলেন, আগামী ২৭ তারিখ হলগুলো খুলে দেওয়ার উপযুক্ততা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মো. আসাদুজ্জামান, সদস্য সচিব হলেন প্রক্টর ড কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সদস্যরা হলেন সব হলের প্রাধ্যক্ষবৃন্দ।

এর আগে গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও তিন দফায় সশরীরে পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড