• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবি খুলছে ২৫ অক্টোবর, একই দিনে খুলবে হল

  শাবি প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২১, ১৬:৫৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূল ফটক (ফাইল ছবি)

করোনা মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর পর আগামী ২৫ অক্টোবর (সোমবার) থেকে খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই দিনে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলও খুলে দেওয়া হবে।

বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন পর আগামী ২৫ অক্টোবর থেকে ক্যাম্পাস খুলছে। একই দিনে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। প্রথমে মাস্টার্সের শিক্ষার্থীরা এবং পরবর্তীতে বাকি সেশনের শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থী হলে ওঠার সুযোগ পাবে না।

সশরীরে ক্লাস শুরুর বিষয়ে উপাচার্য বলেন, আগামী নভেম্বর মাসের শুরু থেকে কিছু বিভাগের ক্লাস শুরু হবে। অনেক বিভাগের থিসিস, রিসার্স মনোগ্রাফ, ল্যাব কোর্স বাকি রয়েছে। যা সশরীরে শেষ করে তারপর ক্লাস শুরু করবে। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি বিভাগের অনলাইনে মাস্টার্সের ক্লাস চলছে।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উপাচার্য বলেন, অবশ্যই শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার বিষয়ে কাজ করছি। আশা করি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে টিকা কার্যক্রম শুরু হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড