• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ অক্টোবর খুলছে ববির হল

  ক্যাম্পাস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩
ববি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর খুলতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব আবাসিক হল। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

এ বিষয়ে তিনি বলেন, আজ সকাল ১১টায় অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

আরও পড়ুন : একই দিনে হচ্ছে না সাত কলেজ ও চবির ভর্তি পরীক্ষা

এ সময়, যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ করেন তিনি। প্রক্টর জানান, ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড