• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেড়েছে রাবির প্রবেশপত্র ডাউনলোডের সময়

  ক্যাম্পাস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্তৃপক্ষ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান।

বর্ধিত সময় অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।

এ বিষয়ে আজিজুর রহমান জানান, নির্ধারিত সময়ে যারা কোনো কারণবসত প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি, তারা এই বর্ধিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।

রাবির ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের পূর্ব ঘোষিত তারিখ ছিল গত ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এরপরও কিছু শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি। তাদের জন্যই নতুন এ তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভর্তি পরীক্ষার্থীদের থেকে ভাড়া নেবে না রাজশাহীর মেস মালিকরা

উল্লেখ্য, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ৮০ নম্বরের এ পরীক্ষায় অংশ নিবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড