• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ সেপ্টেম্বর খুলবে বাকৃবির হল

  ক্যাম্পাস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৫
বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

আগামী ২৪ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হল। তবে এ দিন শুধুমাত্র স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন। অন্য সব বর্ষের শিক্ষার্থীর জন্য হল খোলা হবে ৩ অক্টোবর।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৭ সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীরা হলে থেকেই পরীক্ষায় অংশ নেবেন। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খোলা হবে।

আরও পড়ুন : কুমিল্লায় রেজিস্ট্রেশনকারীরা এক সপ্তাহেই টিকা পাবে : কুবি রেজিস্ট্রার

অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খোলার ব্যাপারে তিনি বলেন, প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। এছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড