• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজের ২৩তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

  তিতুমীর কলেজ প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫
সরকারী তিতুমীর কলেজ
সরকারী তিতুমীর কলেজ (ফাইল ছবি)

সরকারি তিতুমীর কলেজের ২৩তম শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ এস এম আসাদুজ্জামান। তার নিকটতম প্রার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম কামাল উদ্দীন হায়দার। উল্লেখ্য যে, নির্বাচনে ২০৫ জন ভোটারের মধ্যে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান। নিকট তম প্রার্থী অধ্যাপক এস এম কামাল উদ্দীন হায়দার পেয়েছেন ৯৫ ভোট।

এছাড়াও, শিক্ষক পরিষদের নির্বাচিত বাকি পদসমূহে স্থলাভিষিক্তদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, শেখ নাজিয়া জাহান (প্রভাষক, গণিত বিভাগ) অন্যতম।

প্রসঙ্গত, গেলো বুধবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি মেতাবেক, শিক্ষক পরিষদের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মধ্যে যেসব পদের কেবল একজন প্রার্থী মনোনয়ন পত্র নিয়েছেন তাদের সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীরা হলেন- যুগ্ম-সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রীতা খন্দকার, দপ্তর সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গালিব হোসেন, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল-নুর। এবং নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, শামীমা পারভীন (অধ্যাপক), শরিফুল আলম সিদ্দিকী (সহযোগী অধ্যাপক), ড. নিলুফার ইয়াসমিন (সহকারী অধ্যাপক) ও নাদিমুল হক (প্রভাষক)।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড