• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে আন্তর্জাতিক একাডেমিক ইন্টিগ্রিটি ওয়েবিনার অনুষ্ঠিত

  কুবি প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক একাডেমিক ইন্টিগ্রিটি ও প্লেজারিজম বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল জুম অ্যাপে উচ্চ শিক্ষা ও রির্চাস স্কলারদের নিয়ে সেশনটির আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানে সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ এশিয়ার টার্নিটিন সিনিয়র পরামর্শদাতা বরুণ পিপলানি এবং মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

ওয়েবিনারে ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, বর্তমানে যেকোনো কিছুর তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। অনেক শিক্ষার্থীদের জন্য এটি ক্ষতিকর বিষয়। প্লেজারিজমের কারণে নিজের জ্ঞান বুদ্ধি দিন দিন হারিয়ে যাচ্ছে। ইন্টারনেট থেকে কোনো লেখা কপি করে সেটা আবার অন্য জায়গায় ব্যবহার করা কখনও উচিত নয়। তাই শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও নিজের ক্যারিয়ের জন্য একাডেমিক স্কিলের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্টিকেল, জার্নাল এবং রিচার্সের দিকে নজর দিতে হবে।

প্রধান বক্তা বরুণ পিপলানি, প্লেজারিজম সকলের জন্য ক্ষতিকর। আমরা কোনো আর্টিকেল বা জার্নাল পাবলিশ করার সময় ভালো করে প্লেজারিজম খেয়াল করতে হবে। ডাটা বা রির্চাসের জন্য কোনো জায়গা থেকে তথ্য নিলে সেটা প্যারাপেইস করে এবং কোটেশন ব্যবহার করে দিতে হবে। আর অবশ্যই সেই রেফারেন্স দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে ইন্টারনেটে প্রবেশ করলে যেকোনো মুহূর্তে একাডেমিক বা রির্চাসের বিভিন্ন ডকুমেন্ট পাওয়া যায়। ফলে শিক্ষক শিক্ষার্থীরা রির্চাস পেপার এবং একাডেমিক কার্যক্রমে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্লেজারিজমের সাথে জড়িয়ে পড়ছে। এই অসদাচরণ কাজের জন্য আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়।

আরও পড়ুন : শুরু হলো ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ

এ সময় সেমিনারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফিলিপাইন, মালয়েশিয়া ও তাইওয়ানসহ মোট ১১টি দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড