• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মারা গেছেন জাককানইবির সাবেক উপাচার্য গিয়াসউদ্দিন

  ক্যাম্পাস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭
অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন
অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন (ফাইল ছবি)

নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইন চার্জ ড. হুমায়ন কবির, অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগে প্রায় ৪০ বছর শিক্ষকতা করেন তিনি।

আরও পড়ুন : বাঁচতে চায় রক্তযোদ্ধা প্রান্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও দুঃখ প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড