• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ নভেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা, নেওয়া হচ্ছে প্রস্তুতি

  শিক্ষা ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২১, ১১:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

পূর্ব নির্ধারিত তারিখ ৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটিকে পরীক্ষার প্রশ্ন তৈরি করতে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ৭-১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নির্দিষ্ট তারিখেই ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু হাসান জানান, জাবির ভর্তি পরীক্ষা আয়োজনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার সব উপকমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। এছাড়া প্রশ্ন তৈরির জন্য সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। তারা ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরিতে কাজ করছেন।

এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে হবে বলে জানান তিনি। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে ভর্তি পরীক্ষার পরিসর বাড়ানো যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে পরীক্ষার আসন বিন্যাস হতে পারে।

আরও পড়ুন : হল ও পরিবহন ফি মওকুফ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য জাবির ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৬৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড