• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হল ও পরিবহন ফি মওকুফ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

  নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে হল ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বৃহস্পতিবার (৯ আগস্ট) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, যে সব শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে যথাসময়ে সমন্বয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে বুধবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯ তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ১৮ মাসের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। এবার সিন্ডিকেট সভায় চূড়ান্তভাবে তা অনুমোদিত হলো।

আরও পড়ুন : ডেন্টাল ভর্তি পরীক্ষা, কেন্দ্রে অভিভাবক-শিক্ষার্থীদের ভিড়

এছাড়াও, রবিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পরিবহন, আবাসিক হলসহ অন্যান্য ভাড়া মওকুফ চেয়ে ৪ দফা দাবি জানিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড