• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংক্রমণ রোধে কুবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

  কুবি প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ ৭ নির্দেশনা প্রদান করেছে প্রশাসন।

করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া স্নাতকোত্তর এবং স্নাতক শেষ বর্ষের পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শুরু হওয়ায় আগামী বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব মেনে চলা, হলরুমে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন : সেপ্টেম্বরেই ক্যাম্পাস-হল খোলার দাবি ঢাবি ছাত্রনেতাদের

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট অগ্রাধিকার ভিত্তিতে শুধু স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ আগস্ট স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চতুর্থ বর্ষ এবং পরে অন্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড