• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবেষণায় স্বীকৃতিস্বরুপ শাবির ৮ শিক্ষককে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

  শাবি প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি : নিজস্ব

গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২০১৯ ও ২০২০ সালে গবেষণায় অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক ও টিমকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অ্যাওয়ার্ড প্রদান কমিটির কনভেনর অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মোমিনসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়োরনমেন্ট এন্ড আর্কিটেকচার’, ‘কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স’ ‘কেমিক্যাল, ফুড, পেট্রোলিয়াম এন্ড মাইনিং’ ও ‘মেকানিক্যাল, মেনুফ্যাকচারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং’ কোট ৪ ক্যাটাগরিতে ৮জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড