• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চরাঞ্চলে শিক্ষার আলো ছড়াবে সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউট

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩
বশেফমুবিপ্রবি
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বক্তারা (ছবি : নিজস্ব)

জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা নয়ানগর ইউনিয়নের সাধুপুর মধ্যেপাড়া হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে নিজস্ব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, জামালপুরের মেলান্দহের চরাঞ্চলে কারিগরি শিক্ষার আলোর বাতিঘরের মত আলো ছড়াবে সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউট।

টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহ জামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা স্কাউট কমিশনার আলহাজ্ব কিসমত পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি আবুল মনসুর খান দুলাল।

বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সুপারিটেনটেন্ড ইঞ্জি. জাহিদুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থী ও সাংবাদিক এস.এম. আল ফাহাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুস ছাত্তার মাষ্টার, জেএম সাধুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, তারা মিয়া, কবি দেলোয়ার হোসেন, মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সভায় গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষাকে বাস্তব রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড