• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

  ক্যাম্পাস ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮
বরিশাল বিশ্ববিদ্যালয়
ছবি : প্রতীকী

শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩৩ তম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভায় করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা ইতোমধ্যে এসব ফি জমা দিয়েছে তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে কিংবা ফেরত দেওয়া হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের একজন জানান, করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছিলেন তারা। অর্থ কমিটির সভায় পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে।

শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তে খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন শিক্ষার্থী বান্ধব পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানান।

আরও পড়ুন : http://জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা বাতিল

উল্লেখ্য, গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য ভিসি বরাবর লিখিত আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড