• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মবিরতিতে গেলেন হাবিপ্রবির ১৭ শিক্ষক-কর্মকর্তা

  ক্যাম্পাস ডেস্ক

০৭ অক্টোবর ২০২০, ১৩:২০
হাবিপ্রবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যের অসহযোগিতায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এনে ১৭ শিক্ষক-কর্মকর্তা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। এর আগে দুপুরে কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে প্রশাসনিক কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে গেলে তিনি দেখা করেননি।

প্রশাসনিক দায়িত্ব পালনে বিরত থাকার সিদ্ধান্তপত্রে উল্লেখ করা হয়েছে- করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে হাবিপ্রবি উপাচার্য ড. মু. আবুল কাশেম প্রশাসনিক ভবনে অফিস না করায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক নেতৃত্বে কর্মকর্তারা উপাচার্যর বাসভবনে দেখা করতে গেলে তিনি সাক্ষাৎ করেননি।

এ সময় হিসাবরক্ষককে মোবাইল ফোনে সাক্ষাতের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মূল ফটকে প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা প্রায় আধাঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়ে ফিরে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড