• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবিসাসের উপদেষ্টা ডা. ওমর ফারুক করোনায় আক্রান্ত

  গবি প্রতিনিধি

০১ আগস্ট ২০২০, ১৭:৪০
করোনা
ডা. ওমর ফারুক (ছবি : সংগৃহীত)

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সাবেক সহসভাপতি ও বর্তমান উপদেষ্টা ডা. ওমর ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ৩০ জুলাই করোনা পরীক্ষার ফলে তাকে পজিটিভ রিপোর্ট প্রদান করা হয়।

তিনি জানান, বেশ কিছুদিন যাবত প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, মাসেল পেইনে ভুগছিলেন। এছাড়া করোনার আরও দুয়েকটি উপসর্গ বিদ্যমান থাকাতে পরীক্ষা করান। এরপর করোনা পজিটিভ ঘোষণা করে তার রিপোর্ট দেওয়া হয়।

ডা. ফারুক গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগ থেকে বিএসসি শেষ করেছেন। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। ডাক্তারের পরামর্শ মতো এখন তিনি ধানমন্ডিতে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে প্রফেসরের মৃত্যু

উল্লেখ্য, ২০১৯ সালে গবিসাসের ষষ্ঠ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডা: ফারুক। দীর্ঘদিন গবিসাসের সাথে সম্পৃক্ত থেকে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি এই মহামারি থেকে বাঁচতে সকলের কাছে দোয়া-প্রার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড