• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি কর্মচারী খোরশেদের কুশপুত্তলিকা দাহ

  বেরোবি প্রতিনিধি

২৯ জুলাই ২০২০, ২১:৪৩
বেরোবি
কুশপুত্তলিকা দাহ (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সদ্য নিয়োগ প্রাপ্ত কর্মচারী খোরশেদ আলমের কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত কর্মচারীর স্থায়ী বরখাস্তের দাবি জানায় তারা।

বুধবার (২৯ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে পার্কের মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।

জানা যায়, কর্মচারী খোরশেদ আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শিক্ষার্থী ও সাংবাদিকদের আপত্তিকর, মানহানিকর মন্তব্য করেন। শিক্ষার্থী এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের হকার, পতিতা, কুলাঙ্গার, চাটুকার এমন মন্তব্য করেন। সেই সঙ্গে এই কর্মচারী শিক্ষার্থীদের ঝাড়ু পেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার হুমকিও দেন।

এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া জাকির বলেন, ‘একজন ৩য় শ্রেণির কর্মচারী হয়ে শিক্ষার্থী আর সাংবাদিকদের মানহানিকর মন্তব্য করা আমাদের জন্য চরম লজ্জার। তাই তার এই ক্যাম্পাসে কাজ করার জন্য সমস্ত নৈতিক অধিকার সে হারিয়ে ফেলেছে। আমরা তার বরখাস্তের দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন : ছুটিতে শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিশ্চিত করার নির্দেশ

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে এম মুশফিকুর রহমান বলেন, ‘৩য় শ্রেণির কর্মচারী খোরশেদ আলম সামাজিক মাধ্যমে শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সাধারণ শিক্ষার্থী হিসেবে খোরশেদ আলমের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুরিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে যারা এমন মন্তব্য করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে কুঠার আঘাত করেছে। আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার চাকরিচ্যুত দাবি করছি।’

উল্লেখ্য, এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে এ প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড