• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিন্ন নামে নতুন বিশ্ববিদ্যালয়, বশেমুরবিপ্রবির ১২ সংগঠনের বিবৃতি

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৬ জুলাই ২০২০, ১৭:২০
বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবি (ছবি : সংগৃহীত)

অভিন্ন নামে একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১২টি সংগঠন।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা সাক্ষরিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইন, ২০২০ এর খসড়ার ওপর মতামত আহ্বানের একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি প্রদান করেছে তারা।

বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো- বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি, বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটি, কালের কন্ঠ শুভ সংঘ বশেমুরবিপ্রবি, কাম ফর রোড চাইল্ড (বশেমুরবিপ্রবি শাখা), ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি, মুক্তি, স্ফুলিঙ্গ আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (বশেমুরবিপ্রবি শাখা), বশেমুরবিপ্রবি সাইন্স ক্লাব, বশেমুরবিপ্রবি ফিল্ম সোসাইটি এবং বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা।

বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বলা অত্যুক্তি হবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রেরই জন্ম হতো না। তাই তার নামে একাধিক জন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হওয়াটাও কাঙ্ক্ষিত বিষয় নয়। কিন্তু হুবহু অভিন্ন নামে দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রতিষ্ঠান কেন্দ্রিক-পরিচয়-সংকটের সম্মুখীন হবে। বিভিন্ন সময় নিবন্ধনের ক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হবে।

আরও পড়ুন : এসএমএস পাঠিয়ে স্ট্যামফোর্ডের শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত

বিবৃতিতে তারা আরও বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের নাম একই হলে একসময় বিশ্ববিদ্যালয় দুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পরিচিত না হয়ে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে। তাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে পার্থক্য প্রত্যাশা করছি।

বিবৃতিতে তারা প্রত্যাশা করেন, ইতিমধ্যে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে পার্থক্য রেখেই নতুন বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড