• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে অ্যারাবিয়ান খেজুর বাগানের উদ্বোধন

  ইবি প্রতিনিধি

২১ জুলাই ২০২০, ২২:২১
ইবি
অ্যারাবিয়ান খেজুর বাগানের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

মুজিববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ডরমিটরি চত্বরে অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বাগানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে এবং ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে প্রায় ১ হাজার ২শ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ করা হবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, ড. মো. মিজানুর রহমান, ড. নিলুফা আক্তার বানু প্রমুখ।

আরও পড়ুন : অভিন্ন নামে নতুন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ অ্যারাবিয়ান খেজুরের চারা উৎপাদন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড