• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কে হচ্ছেন ঢাবির নতুন কোষাধ্যক্ষ?

  ক্যাম্পাস ডেস্ক

১২ জুলাই ২০২০, ২২:০০
ঢাবি
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ পদ বর্তমানে শূন্য। গত শনিবার অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের মেয়াদ শেষ হওয়ায় পর থেকেই শূন্য রয়েছে পদটি। ঢাবির সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এতে নিয়োগ পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ অধ্যাপকরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন, অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনা, প্রকল্পে অর্থের পরিমাণ মূল্যমান ইত্যাদি কোষাধ্যক্ষ দেখভাল করেন। ফলে ঢাবির জন্য এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকরাও এই পদে নিয়োগ পেতে আগ্রহী। কোষাধ্যক্ষ নিয়োগ সম্পূর্ণ রাষ্ট্রপতির হাতে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনের নাম সুপারিশ করতে পারে।

কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির হাতে। পদ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত বাণিজ্য অনুষদের বাইরে এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সবকিছু বিবেচনায় ব্যবসায় প্রশাসনের বাইরের কারো পক্ষে এই পদে দায়িত্ব পালন প্রায় অসম্ভব।’

কোষাধ্যক্ষের দৌঁড়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া কাঞ্চন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী ও একই বিভাগের অধ্যাপক জনাব আলী আক্কাস, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও একই বিভাগের তার স্ত্রী অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং আইবিএ’র অধ্যাপক ড. ফারহাত আনোয়ার।

আরও পড়ুন : জবির অনলাইন ক্লাসে উপস্থিতির নম্বর বাতিল

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাবির কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়টি সম্পূর্ণ আচার্যের হাতে। তিনি সময়মতই কোষাধ্যক্ষ নিয়োগ দেবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড