• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  কুবি প্রতিনিধি

১২ জুলাই ২০২০, ১৬:৫৪
বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে শাখা ছাত্রলীগ।

শনিবার (১১ জুলাই) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৬৫০টি ফলের চারা রোপণ করে নেতাকর্মীরা।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি, বিভাগসমূহের সামনে মোট ৬৫০টি আম, জাম, পেয়ারা, লেবু, চালতা, ডেউয়া, বেলজিয়াম, আকাশী গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন : চমেকে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কয়েকদিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ আমরা ৬৫০টির মত চারা রোপণ করেছি। বাকি গুলো হল প্রশাসন, ডিন এবং এস্টেট অফিসকে বুঝিয়ে দিয়েছি।’

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ পালনের লক্ষ্যে জুলাই মাস থেকে বৃক্ষরোপণ শুরু করি এবং আজকে ক্যাম্পাসে ৬৫০টি গাছ লাগিয়েছি। এ গাছ লাগানো আগামি ৩ মাস অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড