• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি করোনায় আক্রান্ত

  কেএনজিসি প্রতিনিধি

১১ জুলাই ২০২০, ২০:২৩
করোনা
ছবি : সংগৃহীত

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ করোনায় আক্রান্ত।

গত ৮ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার (১১ জুলাই) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাসায় আইসোলোসনে থেকে চিকিৎসা নিচ্ছে।

করোনা মহামারির শুরু থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও সাহায্য বিতরণ করে আসছেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ। তিনি তার নিজস্ব অর্থায়নে রান্না করে রাতের আধারে রাস্তায় ঘুরে ঘুরে অনাহারে থাকা মানুষের মুখে খাবার তুলে দেন। কোথাও থেকে যদি ফোন আসতো কোনো পরিবার অনাহারে রয়েছে, তারা দ্রুত খাবার ও আর্থিক সহায়তা নিয়ে চলে যেতো সেই পরিবারের কাছে।

তিনি তার ফেসবুক পোষ্টে বলতেন, ‘অদৃশ্য শক্তি করোনায় সৃষ্ট সংকটে অসচ্ছল ও বিপাকে থাকা পরিবারের কোনো উপহার সামগ্রী প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের বাসায় আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিতে চাই।’

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহসভাপতি সালে আহমেদ বলেন, ‘করোনা দুর্যোগের এই সময়ে মানুষকে সচেতন,অসহায় ও ছিন্নমূল মানুষকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়াসহ সকল সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন আরিফ।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে তিনি আজ করোনায় আক্রান্ত। মহান আল্লাহ রহমতে অতিদ্রুত করোনাভাইরাসকে পরাজিত আমাদের মাঝে ফিরে আসবে তিনি।’

আরও পড়ুন : ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মাঈন উদ্দিন আরিফ বলেন, ‘গত দেড় সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা কাশি হচ্ছিলো। ভাবলাম গরম বা বৃষ্টি ভেজা থেকে ঠান্ডা লেগেছে। কিন্তু আস্তে আস্তে খাবারের গন্ধ হারিয়ে যাওয়াসহ আরও কিছু উপসর্গ দেখা দিলো। তাই গত ৮ জুলাই করোনা পরীক্ষার নমুনা দিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখালাম করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।’

তিনি আরও বলেন, ‘তবে আলহামদুলিল্লাহ আমার মনোবল শক্ত আছে। আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। পরিশেষে এটাই বলতে চায় এই দুর্যোগপূর্ণ সময়ে সবাই অসহায় ও দরিদ্রদের পাশে দাড়ান।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড