• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেস ভাড়া মওকুফে কুমিল্লার শিক্ষার্থীদের মানববন্ধন

  কুবি প্রতিনিধি

০১ জুলাই ২০২০, ২০:১৪
কুবি
ছবি : সংগৃহীত

মহামারি করোনা সংকটে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ( ১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের আয়োজনে বেলা ১১ টায় কুমিল্লা টাউন হলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে এমনিতেই অনেক পরিবার সংকটে আছে। তার উপর মেস মালিকরা ফোন করে ভাড়া চেয়ে হয়রানি করছেন। ভাড়া না দিলে হুমকিও দিচ্ছেন। অনেকে মানসিক হয়রানি করছেন। শিক্ষার্থীরা সবসময় অবহেলিত। অবিলম্বে মেস ভাড়া ও বাসা ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন : আমার স্বপ্নদ্রষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়

মেস ভাড়া মওকুফে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা জানতে চাইলে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘মেস ভাড়া সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তবে পরিস্থিতির কারণে মেস মালিকদের সঙ্গে বসা যাচ্ছেনা। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কয়েকদিনের মধ্যে ব্যবস্থা নিব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড