• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবির সহকারী প্রক্টর পদে নতুন ৫ মুখ

  ক্যাম্পাস ডেস্ক

২৯ জুন ২০২০, ২১:২৮
রাবি
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম. এ. বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টররা হলেন- চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাজু সরদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এন.এ.এম. ফয়সাল আহমেদ এবং ফলিত গণিত বিভাগের প্রভাষক আবদুল আওয়াল।

আরও পড়ুন : অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম এক ডিভাইসের আওতায় আসছে

রাবি ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে যে পাঁচজন সহকারী প্রক্টর আছেন আগামীকাল মঙ্গলবার থেকে তাদের মেয়াদ শেষ হবে। পরের দিন বুধবার থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন এই পাঁচজন সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড