• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবির রেজিস্ট্রার ও প্রক্টর পদে রদবদল

  ক্যাম্পাস ডেস্ক

২৯ জুন ২০২০, ১৭:৪৮
চবি
ছবি : সংগৃহীত

আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দ্বায়িত্ব পালন করবেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এম. মনিরুল হাসান। বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক এ প্রক্টর ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করছেন।

অন্যদিকে আগামী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দ্বায়িত্ব পালন করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশেষ ফি মওকুফ

এ ব্যাপারে রেজিস্ট্রার পদ থেকে সদ্য অবসরে যাওয়া কে. এম. নুর আহমদ বলেন, ‘আগামীকাল থেকে আমি অবসরে যাচ্ছি। তাই নতুন রেজিস্ট্রারকে দ্বায়িত্ব হস্তান্তর করেছি।’

এ ব্যাপারে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক এম. এম. মনিরুল হাসান বলেন, ‘নতুন প্রক্টরের নিকট দ্বায়িত্ব হস্তান্তরিত হয়েছে এবং আমি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দ্বায়িত্ব নিয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড