• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাকুয়ালচার বিভাগের উদ্যোগে বাকৃবিতে মাছ ও ত্রাণসামগ্রী বিতরণ

  বাকৃবি প্রতিনিধি

২৮ জুন ২০২০, ২১:৪৬
বাকৃবি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকুয়ালচার বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাছ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে এগুলো বিতরণ করা হয়।

অ্যাকুয়ালচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক। ত্রাণ হিসেবে প্রত্যেককে- চাল (৪ কেজি), ডাল (৫০০গ্রাম), আলু (১ কেজি), তেল (৫০০মি. লি.), পিঁয়াজ (৫০০গ্রাম ),মাছ (পাঙাশ-১.৫ কেজি) দেওয়া হয়।

আরও পড়ুন : মেস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন : প্রক্টর

এ সময় অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘করোনা মহামারিতে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে খেটে খাওয়া মানুষ নিদারুণ আর্থিক ও মানবিক কষ্টে দিনযাপন করছে। বিভাগীয় শিক্ষকদের আন্তরিক ও স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়েছে। এই দুঃসময়ের যার যার স্থান থেকে সবারই এগিয়ে আশা উচিত।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড