• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ

  ক্যাম্পাস ডেস্ক

২২ জুন ২০২০, ২০:০৭
মাভাবিপ্রবি
ছবি : সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল শহরের সন্তোষ পাঁচআনীপাড়া তালহা ছাত্রাবাস মালিক মো. মাছুম সরকার লিটন।

এপ্রিল মাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ১৮ জন শিক্ষার্থীর প্রতিমাসে নির্ধারিত জনপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা সিট ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিষয়ে মেসের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. বাশিরুল ইসলাম বলেন, ‘মেস মালিক লিটন ভাই তার পক্ষ থেকে সম্পূর্ণ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তারপরেও ক্যাম্পাস খুললে আমরা মেসের সকল সদস্য মিটিং করে লিটন ভাইকে মেস ভাড়ার কিছু অংশ পরিশোধের চেষ্টা করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত। অনেকেই টিউশন করিয়ে নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই চালায় আবার পরিবারকে সহযোগিতা করে। আমরা শিক্ষার্থীদের পক্ষে দফায় দফায় মেস মালিকদের সঙ্গে ভাড়া মওকুফের জন্য যোগাযোগ করেছি।’

আরও পড়ুন : হার্ভার্ড-এমআইটির আদলে ব্র্যাকে অনলাইন লার্নিং প্লাটফর্ম চালু

তিনি বলেন, ‘অনেক মেস মালিক এই ভাড়া দিয়ে সংসার চালায়। এজন্য সকল মেস মালিকদের অনুরোধ করব, যে যতটুকু পারেন, এই করোনাকালীন শিক্ষার্থীদের বাড়ি ভাড়ায় ছাড় দেন। লিটন ভাইয়ের এই মহতি উদ্যোগদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তালহা ছাত্রাবাস মালিক মো. মাছুম সরকার লিটন বলেন, ‘করোনাকালে সকলেরই আর্থিক অবস্থা খারাপ। আমি আমার সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড