• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির সেই শিক্ষক বরখাস্ত

  ক্যাম্পাস ডেস্ক

১৭ জুন ২০২০, ২২:৩২
বেরোবি
ছবি : সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষিকা সিরাজুম মুনিরা।

বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেফতার আছেন। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কোনো নোটিশ না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, এক প্রতিষ্ঠানে দুইনীতি চলতে পারেনা। শিক্ষক নামের কলঙ্ক মুনিরাকে বরখাস্ত করতে প্রশাসনের এতো টালবাহানা কেন? পূর্বে দুইজন কর্মকর্তা মামলায় গ্রেফতার হওয়ায় তাদেরকে সেদিনই সাময়িক বরখাস্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু মুনিরার ব্যাপারে এখনও কেন তেমন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি?

প্রসঙ্গত, গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম মারা যান। পরে এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি ছাত্রলীগের নজরে আসলে তারা প্রতিবাদ করেন এবং ওই শিক্ষিকার কঠোর শাস্তি দাবি করেন। পরে ওইদিন রাতে প্রশাসনের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

আরও পড়ুন : অনলাইন সভায় উপাচার্যদের ডেকেছে ইউজিসি

পরে রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি সোমবার এবং পরে আজ বুধবার হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে আবার আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুন) ধার্য করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড