• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাসিমের মৃত্যুতে শেকৃবি উপাচার্যের শোক

  শেকৃবি প্রতিনিধি

১৩ জুন ২০২০, ২০:৫১
শোক
ছবি : সম্পাদিত

জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন একজন দক্ষ, নিরহঙ্কারী, পরোপকারী, বন্ধুবৎসল সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক সৈনিক। এই বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক চলে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ তথা দেশের রাজনীতি অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

আরও পড়ুন : নাসিমের মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক

তাঁর মৃত্যুতে সমগ্র জাতির সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। উপাচার্য মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড