• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি শিক্ষকের করোনা শনাক্ত, আতংকে এলাকাবাসী

  ক্যাম্পাস ডেস্ক

০৫ জুন ২০২০, ১৯:০৫
রাবি
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের একজন অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৩ জুন ওই অধ্যাপক ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে নমুনা নেন ডাক্তাররা। পরে ৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। অধ্যাপক নিজেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোনে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘এখন তিনি সুস্থ আছেন। উপসর্গ নেই।’ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জনের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন তিনি।

আরও পড়ুন : প্রাথমিকের পাঠদান চালু রাখতে বাড়ি বাড়ি যাবেন শিক্ষকরা

এদিকে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ এস এম নাজমুল হায়দার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা পশ্চিমপাড়াকে অত্যন্ত সেইফ ভাবতাম। সেটাও আজ মিথ্যা হয়ে গেল। পশ্চিমপাড়ায় একজন শিক্ষক করোনা পজিটিভ। তার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনা করি। আমরা কেউই মনে হচ্ছে আর নিরাপদ নই, কোথাও নিরাপদ নই। যে যেখানেই থাকি অধিকতর সচেতন থাকি, নিরাপদ থাকার চেষ্টা করি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড