• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবির ইংরেজি বিভাগের উদ্যোগে অনলাইন ফটোগ্রাফি এক্সিবিশন

  ক্যাম্পাস ডেস্ক

০৪ জুন ২০২০, ১৯:৫০
অনলাইন ফটোগ্রাফি এক্সিবিশন
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ইংলিশ ডিপার্টমেন্ট ফটোগ্রাফি ক্লাবের (ইডিপিসি) উদ্যোগে অনলাইন ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ জুন) থেকে ছবি পাঠানোর সময় শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত ছবি পাঠানো যাবে। এই এক্সিবিশনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক অধিকার।

এই এক্সিবিশনে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছবি জমা দিতে পারবে। সকল ছবি নিজস্ব হতে হবে। অন্যের ছবি জমা দেওয়া যাবে না। সেই সঙ্গে আগের কোনো প্রতিযোগিতায় জমা দেওয়া কিংবা প্রতিযোগিতায় স্থান পাওয়া কোনো ছবি জমা দেওয়া যাবে না। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এক্সিবিশনের ব্যাপারে সংগঠনের ফাউন্ডার মেম্বার সাফিবিনদোহা সিফাত বলেন, ‘মূলত বড় পরিসরে এক্সিবিশনের আয়োজন করাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আমাদের সেই কার্যক্রম স্থগিত করা হয়। লকডাউনের এ সময়ে ঘরে বসে না থেকে বিভাগের উদ্যমী তরুণদের কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। ইংরেজি বিভাগের অনেক শিক্ষার্থী পড়াশোনার বাইরে চিন্তাশীল কিছু করতে চায়। যেটা আমি নিজে দেখে এসেছি। কিন্তু সুযোগ না থাকায় তারা সেভাবে কোনো কাজ করতে পারতো না। সেখান থেকেই আমি এবং আরেকজন এই সংগঠন দাঁড় করানোর চিন্তা করি।’

আরও পড়ুন : গবিতে অনলাইন পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

তিনি বলেন, ‘বিগত ৬ মাস ধরে অনলাইনে আমাদের কার্যক্রম চলছে। দুই মাস আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পাই। এই সংগঠন দাঁড় করানোর ব্যাপারে আমাদের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অভিভাবক হিসেবে পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।’

এক্সিবিশনে কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও অনেক সময় বাকি। তবে প্রথম থেকে ভালোই সাড়া পাচ্ছি। আমাদের জুনিয়ররা অনেক গোছানো এবং সৃজনশীল চিন্তাশক্তির অধিকারী। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সবাই খুবই আগ্রহী। এক্সিবিশনে সিলেক্টেড কিছু ছবির আলোকচিত্রীদের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে। আশা করছি এটা তাদেরকে আরো উৎসাহিত করবে। সেই সঙ্গে এই এক্সিবিশনে প্রাপ্ত ছবির সঙ্গে আরও ছবি যোগ করে আমরা বড় পরিসরে এক্সিবিশনের পরিকল্পনাও করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড