• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতিরিক্ত ক্লাস-পরীক্ষায় সেশনজট কমানো হবে : ববি উপাচার্য

  ক্যাম্পাস ডেস্ক

০৩ জুন ২০২০, ২০:২৬
ববি উপাচার্য
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে অতিরিক্ত ক্লাস-পরীক্ষার মাধ্যমে সেশনজট কমানো হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। বুধবার (৩ জুন) তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বিশ্লেষণ করা হবে। এতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি যতদ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেশনজট কমানোর উদ্যোগ নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘অনলাইনে যে পরীক্ষামূলক ক্লাসের নির্দেশনা দেওয়া ছিল তা বলবৎ থাকবে। একইসঙ্গে ইউজিসির নীতিমালা কমিটির পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়ার পর সেটা বিচার-বিশ্লেষণ করে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে তখন চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন : সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকছে

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ডেকে বিস্তারিত আলাপ-আলোচনা করে পরীক্ষা বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেশনজট কমিয়ে আনার ব্যাপারে যথাযথ চেষ্টা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড