• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবির আরও এক শিক্ষক করোনায় আক্রান্ত

  ক্যাম্পাস ডেস্ক

০২ জুন ২০২০, ২২:৫২
করোনা
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সমাজকর্ম বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ নিয়ে ঈদের দিন থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘করোনা নমুনা পরীক্ষায় সোমবার ফল পজিটিভ এসেছে তাঁর। বর্তমানে ওই শিক্ষকের শারীরিক অবস্থা ভালো থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকতে বলেছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরাও সুস্থ থাকলেও হোম কোয়ারেন্টিনে আছেন।’

প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা।’

আরও পড়ুন : পরিবারসহ বুটেক্স শিক্ষার্থী করোনায় আক্রান্ত

তিনি জানান, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজন পুরোপুরি সুস্থ। অন্য দু’জনও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড