• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩২ হাজার টাকায় বিক্রি হলো ঢাবি শিক্ষার্থীর স্বপ্ন

  ক্যাম্পাস ডেস্ক

২৭ মে ২০২০, ১৯:৩৪
ঢাবি
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই প্রাক্তন শিক্ষার্থীর দুটি ডিনস অ্যাওয়ার্ড নিলামে ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১৭ হাজার টাকায় আরেক প্রাক্তন শিক্ষার্থী আলভি রাইসাত বিবিএ ডিনস মেরিট অ্যাওয়ার্ড কিনে নিয়েছেন। আর ১৫ হাজার টাকায় এমবিএ অনার অ্যাওয়ার্ড কিনে নিয়েছে হতাশা গ্রুপ।

বুধবার (২৭ মে) নিলামে বিক্রির বিষয়টি জানিয়েছেন আরিফ আহমেদ নিজেই। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।

এর আগে করোনা সংকটের মধ্যে অসহতায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বিবিএ ও এমবিএ প্রাপ্ত ডিনস অ্যাওয়ার্ড নিলামে তুলেছেন তিনি। যেটিকে তিনি নিজের স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগে করোনা সংকটের মধ্যে ওই দুটি অ্যাওয়ার্ড নিলামে তুলে আরিফ আহমেদ ফেসবুকে লিখেছেন, সাকিব-মুশফিকের জনপ্রিয়তা যদি কয়েক লাখ ভাগে ভাগ করা হয় তার এক ভাগ জনপ্রিয়তাও আমার নেই। আমি কোনো সেলেব্রিটিও নই। আর্থিক সচ্ছলতা চিন্তা করলে আমি একজন নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির লোক। কিন্তু ভালো কাজগুলো আমাকেও খুব শক্তি দিয়ে ভেতর থেকে টানে। দেশের এই দুর্যোগে আমিও অসহায় মানুষের পাশে থাকতে চাই। কিন্তু সামর্থ্য আমার খুব কম। তাই জীবনের অতিমূল্যবান দুটি অর্জন, যার সঙ্গে আমার গত ২০ বছরের সকল পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন জড়িয়ে আছে, তা আজকে নিলামে তুললাম।

আরও পড়ুন : ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, চলবে ভার্চুয়াল ক্লাস

তিনি লিখেছেন, জানি কারো কারো কাছে এটা হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য মহান। তাই আমি বিচলিত নই। বিবিএ এবং এমবিএ পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলাম এই দুটি অমূল্য সম্পদ। নিলামে প্রাপ্ত সমুদয় অর্থ গরীব-অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিতে খরচ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড