• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯০ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনলাইন ক্লাস চায় না

  ক্যাম্পাস ডেস্ক

১৮ মে ২০২০, ২০:২০
অনলাইন ক্লাস
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে জানিয়েছে। তবে এ অবস্থায় অনলাইনে ক্লাস করার বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ জানতে জরিপ চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

রবিবার (১৭ মে) রাত ৮.৩০ থেকে সোমবার (১৮ মে) দুপুর ৩.৩০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে চালানো অনলাইন জরিপে ১,২২৬ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে অনলাইনে ক্লাস করতে অনীহা প্রকাশ করেন ১,০৯৭ জন শিক্ষার্থী। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৯.৪৮ শতাংশ। (প্রায় ৯০ শতাংশ)

এছাড়া অনলাইনে ক্লাসের পক্ষে মত দেন ১১৩ জন শিক্ষার্থী। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯.২২ শতাংশ। কোনো মতামত নেই এমন শিক্ষার্থীর সংখ্যা ১৬ জন। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ১.৩ শতাংশ।

শিক্ষার্থীরা বলছেন, অধিকাংশ শিক্ষার্থী এখন গ্রামে অবস্থান করছেন। গ্রামে পর্যাপ্ত ইন্টারনেট পরিসেবার যেমন অভাব তেমনি সব শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেটে পরিসেবা ক্রয়ের আর্থিক সামর্থ্যও নেই।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে পবিপ্রবি প্রশাসন

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর যদি অনলাইন সুবিধা না থাকে তাহলে তো ক্লাস নেওয়া সম্ভব না। যদি ধরে নেই, ৮০ শতাংশ শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করার সুযোগ আছে, তাহলে বাকি ২০ শতাংশ শিক্ষার্থী তো বাদ যাচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড