• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইনে সচল বশেফমুবিপ্রবির শিক্ষা কার্যক্রম

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

১৫ মে ২০২০, ১৫:২০
অনলাইন পাঠদান
ফিশ ফিড টেকনোলজি কোর্সের ক্লাস নিচ্ছেন ফিশারিজ বিভাগের শিক্ষক পার্থ সারথী দাশ (ছবি : সংগৃহীত)

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) অনলাইন পাঠদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছে।

একইসঙ্গে করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষাব্যবস্থা ছয়টি বিভাগে জোরদার করেছে বিশ্ববিদ্যালয়টি। নিয়মিত বিভিন্ন বিভাগের শিক্ষকগণের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এতে দেখা গেছে, শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে ফেসবুক গ্রুপ থেকে শুরু করে গুগল ক্লাসরুম, জুম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাং–আউট নানা কিছুর মাধ্যমে ক্লাসে যোগ দিতে পারেন। এমনকি যদি কেউ ক্লাসে যোগ দিতে না পারেন, তবুও তিনি কোর্স শিক্ষকের দেওয়া লেকচার রেকর্ড এবং শিক্ষার অন্যান্য উপকরণ থেকে শিখে নিতে পারেন। বশেফমুবিপ্রবির শিক্ষার্থীদের ৮০-৯০ শতাংশই নিয়মিত অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে।

অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিশারিজ বিভাগের শেষ বর্ষের ‘ফিশ ফিড টেকনোলজি’কোর্সের ক্লাস নিচ্ছেন ফিশারিজ বিভাগের শিক্ষক পার্থ সারথি দাশ। অনলাইন পাঠদান বিষয়ে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘অনলাইনে পাঠদান আমাদের দেশের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন হলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশনায় করোনার এই দুর্যোগময় মুহূর্তে অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছি।’

তিনি আরও বলেন, ‘অনলাইনে প্লাটফর্ম 'জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। এতে হোয়াইট বোর্ড, স্লাইড শেয়ার করার সুবিধাও আছে। আর শিক্ষার্থীদের মধ্যেও বেশ সাড়া পেয়েছি। শুরু থেকেই শেষ বর্ষের ৩১জন শিক্ষার্থীদের ২৭জন ক্লাস করছে। পরে আরও দু -তিনজন বেড়েছে।’

ফিশারিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘অনেকদিন আমাদের ক্লাস বন্ধ ছিল। ফলে আমাদের পড়ালেখায় অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। জুম অ্যাপ ব্যবহার করে আমরা খুব সহজেই ক্লাস করতে পারছি। স্যাররা অনেক কষ্ট করে আমাদের লেকচার দিচ্ছেন। সর্বোপরি অনলাইন ক্লাস করতে পেরে আমরা অনেক খুশি এবং খুব সহজেই আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো বলে আশাবাদী।’

আরও পড়ুন : দেশ একজন কিংবদন্তি শিক্ষাবিদ হারালো : শেকৃবি উপাচার্য

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন-‘নতুন এই বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগেই অনলাইনে পাঠদান চলছে। এটা আমাদের বড় অর্জন। ছুটির পর শিক্ষার্থীরা যাতে শুধু সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে করোনার ছুটির প্রভাব তাদের শিক্ষাজীবনে পড়বে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড